• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

‘আমাদের সরকার শিক্ষাসহ সকল ক্ষে‌ত্রে ব‍্যাপক উন্নয়ন করেছে’

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২০  

শরীয়তপুর প্র‌তি‌নি‌ধিঃ

শরীয়তপুর-৩ আস‌নের সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলে‌ছেন, মুজিববর্ষ উপলক্ষ্যে আওয়ামী লীগ সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। আগামী বছর বাংলাদেশের স্বাধীনতার অর্ধশতবার্ষিকী পালিত হবে। বঙ্গবন্ধুর দৌহিত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বদৌলতে বাংলাদেশ একটি ডিজিটাল বাংলাদেশে রুপলাভ করেছে। আমাদের সরকার শিক্ষাসহ সকল ক্ষে‌ত্রে ব‍্যাপক উন্নয়ন করেছে। প্রতিটি শিক্ষাকেন্দ্রসহ সমস্ত প্রতিষ্ঠানকে আমাদের সরকার আইসিটির আওতায় আনতে পেরেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে রাস্তাঘাটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন সম্ভব।

আজ বেলা ১১টার দি‌কে নাগেরপাড়া বহুমুখী উচ্চ বিদ‍্যালয় ও ১নং না‌গেরপাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের আয়োজনে ৩দিন ব‍্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা- ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠা‌নে এসব কথা ব‌লেন তি‌নি।

এর আগে ১নং না‌গেরপাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের ৬৯ লক্ষ ১৬ হাজার ৫৩০টাকা ব‍্যয়ে চার তলা ভীতবিশিষ্ট দুই তলা ভবন উদ্বোধন ক‌রেন এম‌পি।

এ সময় গোসাইরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী, গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহজাহান শিকদার, নাগেরপাড়া বহুমুখী উচ্চ বিদ‍্যালয় প্রধান শিক্ষক আনছার উদ্দিন বেপারী, গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন, গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মোল্লা সোয়েব আলী, ডামুড‍্যা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, জেলা পরিষদ সদস‍্য চৌধুরী গোলাম রাব্বানী শাকিল, গোসাইরহাট উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো: আবুল খায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: লুৎফর রহমান খান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আজাদ মিয়া, নাগেরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মো. মহসিন সরদার, নাগেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এনায়েতুল করিম মিলু প্রমূখ উপ‌স্থিত ছি‌লেন।

এছাড়া নাগেরপাড়া বহুমুখী উচ্চ বিদ‍্যালয়ের সহকারি শিক্ষক শহিদুল ইসলাম ও বিল্লাল হোসেনের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা ও নাগেরপাড়া ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থীরা।