• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

‘আমেরিকায় গিয়ে বঙ্গবন্ধু হত্যার ছক কষেছিলেন জিয়া’

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৭ আগস্ট ২০১৯  

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ছক তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমান যুক্তরাষ্ট্রে গিয়ে করেছিলেন বলে অভিযোগ করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। 

শনিবার (১৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ) আয়োজিত ‘সিরিজ বোমা হামলা ২০০৫: মৌলবাদ-জঙ্গিবাদ ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ অভিযোগ করেন।

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী বলেন, সেনাবাহিনীর তৎকালীন উপ-প্রধান জিয়াউর রহমান ১৯৭৩ সালে আমেরিকায় গিয়ে বঙ্গবন্ধুকে হত্যার ছক এঁকেছিলেন। তিনি কেন ওই সময় আমেরিকায় গিয়েছিলেন সেটি তদন্তের জন্য কমিশন গঠন করতে হবে। জিয়া হাজারো মুক্তিযোদ্ধাকে হত্যা করেছেন। এটিও তদন্তে আনা উচিত।

‘মানুষ জানতে চায় কেন জাতির পিতাকে হত্যা করা হয়েছে, এর পেছনে গুটিকয়েক সেনা সদস্য জড়িত, নাকি আরও গভীর ষড়যন্ত্র ছিল। ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা ও ২১ আগস্ট গ্রেনেড বোমা হামলার ঘটনার সুষ্ঠু বিচারের জন্য উচ্চক্ষমতাসম্পন্ন কমিশন গঠন করতে হবে। যে কমিটি শুধু এই হত্যা নয়, এর পেছনে কারা আছে সে বিষয়টিও বের করে আনতে পারবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের নারী প্রিয়া সাহার এক সাম্প্রদায়িক অভিযোগ প্রসঙ্গে শামসুদ্দিন চৌধুরী মানিক জানান, তিনি প্রিয়া সাহার দাবির সঙ্গে একমত নন। মানিকের মতে, এর আগে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা কমলেও বর্তমানে তা ২ শতাংশ বেড়েছে। 

তিনি বলেন, আমার বিশ্বাস আগে যারা এ দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, তারা আবার ফিরে আসবেন। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক, সব ধর্মের-বর্ণের মানুষের বসবাস এখানে। যারা চলে গেছেন তারা আবার ফিরে আসুন। 

সভায় নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুর রশীদ বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এক ধরনের জঙ্গিবাদ। মনে রাখতে হবে জঙ্গিবাদের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দেশের সাধারণ মানুষ। এক সময় দেশের পটপরিবর্তনের জন্য ষড়যন্ত্রকারীরা জঙ্গিবাদের পক্ষে অবস্থান নেয়। তারা এর মাধ্যমে সুবিধা নিতে চেয়েছে, কিন্তু আমাদের অবস্থান অতীতের মতো থাকবে জঙ্গিবাদের বিরুদ্ধে। এর আগে জঙ্গিবাদে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থাকলেও শেখ হাসিনা সরকার এ ধরনের কোনো পৃষ্ঠপোষকতায় নেই।

বোয়াফ সভাপতি কবীর চৌধুরী তন্ময়ের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী সিকদার, লেখক ও গবেষক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির প্রমুখ।