• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ইউনিয়ন পরিষদের সকল কাজ আন্তরিকতার সাথে সম্পন্ন করতে হবে-ইউএনও

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯  


ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভির আল নাসীফ বলেছেন, উন্নয়নের কেন্দ্র বিন্দু ও সরকারের স্থানীয় প্রশাসন হচ্ছে ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের উন্নয়নের উপর নির্ভর করে দেশের সামগ্রীক উন্নয়ন। ইউনিয়ন পরিষদের সচিবগণ এই প্রশাসনের মূল শক্তি। তাদের কার্যক্রমের উপর নির্ভর করে একজন চেয়ারম্যান ও সরকারি প্রশাসনের কার্যক্রমের সফলতা। তাই সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সচিবগণ কাজ করলে আমাদের দেশ সঠিক উন্নয়নের পথে এগিয়ে যাবে। প্রতিষ্ঠিত হবে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন সমৃদ্ধ সোনার বাংলাদেশ। তিনি মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে উপজেলার ইউনিয়ন পরিষদের সচিবগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে এলে তাদের উদ্দেশ্যে একথা বলেন। তিনি বলেন ইউনিয়ন পরিষদের উন্নয়ন কাজে আমার ব্যক্তিগত পক্ষ থেকে যুক্তিসংগত সকল সহায়তা অব্যাহত থাকবে। সচিবগণ অতিতে যে ভাবে উপজেলা প্রশাসনকে সহায়তা করেছেন বর্তমান ও ভবিষ্যতে সে ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমি মনে করি। ইউনিয়ন পরিষদ সচিব সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কাচিকাটা ইউনিয়ন পরিষদ সচিব মোঃ লুৎফর রহমান এর নেতৃত্বে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আর্শিনগর ইউনিয়ন পরিষদ সচিব মোঃ আবুল কাশেম, দক্ষিন তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ সচিব মোঃ ফরিদ উদ্দিন, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ সচিব মোঃ কবির হোসেন, সখিপুর ইউনিয়ন পরিষদ সচিব মোঃ মেহেদী হাসান, চরসেন্সাস ইউনিয়ন পরিষদ সচিব মোঃ জাহাঙ্গীর আলম, রামভদ্রপুর ইউনিয়ন পরিষদ সচিব মোঃ আলমগীর হোসেন, মহিষার ইউনিয়ন পরিষদ সচিব কামাল হোসেন, ছয়গাঁও ইউনিয়ন পরিষদ সচিব সেলিম মিয়া, চরকুমারিয়া ইউনিয়ন পরিষদ সচিব মোঃ মহসিন ও চরভাগা ইউনিয়ন পরিষদ সচিব জিএম মহিউদ্দিন।