• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ইকবাল হোসেন অপু এম‌পির মা আর নেই

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৯  

শরীয়তপুর প্র‌তি‌নি‌ধিঃ শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লী‌গের কার্য‌নির্বাহী ক‌মি‌টির সদস্য ইকবাল হোসেন অপুর মা সৈয়দা আঞ্জুমান নাহার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজ‌নিত রো‌গে আক্রান্ত হ‌য়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল  ৮০ বছর।

প‌রিবার সূত্র জানায়, আজ শ‌নিবার শরীয়তপুর সদর উপ‌জেলার চন্দ্রপুর ইউনিয়‌নের নিজ গ্রা‌মে এনে জানাজা শেষে পা‌রিবা‌রিক কবরস্থানে দাফন করা হবে তা‌কে। একমাস আগে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তা‌কে।

শরীয়তপুর সদর উপ‌জেলার চন্দ্রপুর ইউনিয়‌নের দ‌ড়িকা‌ন্দি গ্রামের মৃত অ্যাডভোকেট সুলতান মিয়ার স্ত্রী সৈয়দা আঞ্জুমান নাহার। মৃত্যুকালে তিনি ছেলে, মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

সৈয়দা আঞ্জুমান নাহারের মৃত্যু‌তে এলাকাবাসী, আইনজীবী, রাজনৈতিকঅঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে গতকাল শুক্রবার রা‌তে কেন্দ্রীয় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফসহ আওয়ামী লীগ নেত্রীবৃন্দ হাসপাতালে সৈয়দা আঞ্জুমান নাহারের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে আসেন।

পা‌নিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, শরীয়তপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ইকবাল হোসেন অপু এমপির মা, প্রিয় চাচী সৈয়দা আঞ্জুমান নাহারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি । শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন প্রিয় চাচীকে জান্নাতুল ফেরদৌস দান করুন ।