• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ইলিশ আমাদের জাতীয় সম্পদ- পু‌লিশ সুপার

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৯  

শরীয়তপুর প্র‌তি‌নি‌ধিঃ

জে‌লে‌দের উদ্দে‌শ্যে শরীয়তপু‌রের পু‌লিশ সুপার আব্দুল মো‌মেন ব‌লেন, অক্টোব‌রের এ সময় এক‌টি মা ইলিশ ২৪ লাখ ‌ডিম ছা‌ড়ে পদ্মা নদী‌তে এসে। একটা মা ইলিশ যখন তার ডিম ছাড়ে তখন নোনা পানি থেকে মিঠা পানিতে আসে। এই ডিম থে‌কেই ইলিশ জন্ম নেয়। অক্টোবর মাসের এই সময়টায় প্রাকৃতিক কারনেই ইলিশের প্রধান প্রজনণ মৌসুম।  আশা করছি ৩০ অক্টোবর পর্যন্ত মা ইলিশ রক্ষায় আপনারা কাজ কর‌বেন। ইলিশ আমাদের জাতীয় সম্পদ। সক‌লের মি‌লে মা ইলিশ‌কে রক্ষা কর‌তে হ‌বে।

র‌বিবার বি‌কেল ৪টা থে‌কে সন্ধ্যা ৭টা পর্যন্ত জা‌জিরার পদ্মা নদী‌তে অভিযান শে‌ষে জে‌লে‌দে‌র উদ্দে‌শ্যে এসব কথা ব‌লেন পু‌লিশ সুপার।

এ সময় শরীয়তপুর পু‌লিশ সুপা‌র কার্যাল‌য়ের বি‌শেষ শাখার ডিআইও-১ আজহারুল ইসলাম, জা‌জিরা থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. বেলা‌য়েত হো‌সেন এবং সাংবাদিকসহ পু‌লি‌শের এক‌টি দল উপ‌স্থিত ছি‌লেন।