• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

উইন্ডোজ ৭ বিপজ্জনক, বলছে এফবিআই

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৬ আগস্ট ২০২০  

সাধারণ মানুষের কাছে এক সময়ের জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭। যদিও চলতি বছরেই এর কার্যক্রম বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট। তবে এখনও অনেকে ব্যক্তির পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবহার করছে উইন্ডোজ-৭। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রাইভেট খাতে সহযোগীদের উইন্ডোজ ৭ ব্যবহারের বিষয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

এ বিষয়ে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জেডডিনেট জানিয়েছে, এফবিআইয়ের পক্ষ থেকে মাইক্রোসফটের উইন্ডোজ ৭-এর জীবনকাল পার হওয়ার পর তা ব্যবহার করলে সাইবার হামলার আশঙ্কা থেকে যায়। কম্পিউটার নেটওয়ার্ক অবকাঠামোতে সাইবার দুর্বৃত্তদের লক্ষ্যবস্তুর ঝুঁকি বাড়ার বিষয়টি সম্পর্কে সতর্ক করা হয়েছে।

উইন্ডোজ-৭ ব্যবহার চালু থাকলে সাইবার দুর্বৃত্তরা নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে নেটওয়ার্কে ঢুকে পড়তে পারে। এতে ঘটে যেতে পারে দুর্ঘটনা। অপারেটিং সিস্টেমটিতে নিরাপত্তা হালনাগাদ বন্ধ হয়ে গেছে অনেক আগেই। এর আগে উইন্ডোজ এক্সপির ক্ষেত্রেও সাইবার দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছিল।

এফবিআই বলছে, কোনো অপারেটিং সিস্টেমের জীবনকাল শেষ হলে স্বাস্থ্য খাতে সাইবার আক্রমণ বাড়তে পারে বেশি। ২০১৪ সালের ২৮ এপ্রিল এক্সপির জীবনকাল শেষ হওয়ার পরের বছরেই স্বাস্থ্য খাতের প্রতিষ্ঠানগুলোতে সাইবার আক্রণের হার বেড়ে যায়।

বিশেষজ্ঞরা বলছেন, সাইবার দুনিয়ায় নিরাপদ থাকতে হালানাগাদ অপারেটিং সিস্টেমের পাশাপাশি অ্যান্টিভাইরাস, স্প্যাম ফিল্টার, ফায়ারওয়াল হালনাগাদ ও নিরাপদ রাখার কোন বিকল্প নেই। সেই সঙ্গে নেটওয়ার্ক কনফিগারেশন নিয়মিত পরীক্ষা করিয়ে নেয়ার কথাও বলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গত ১৪ জানুয়ারি থেকে মাইক্রোসফট উইন্ডোজ ৭ থেকে সমর্থন সরিয়ে নেয় মাইক্রোসফট। এখন শুধু যারা অর্থ খরচ করে মাইক্রোসফটের সেবা নিচ্ছেন, তাদের জন্য বাড়তি নিরাপত্তা দিচ্ছে মাইক্রোসফট। ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত এ সেবা বহাল থাকবে বলে জানা গেছে।

অ্যাপ্লিকেশনের তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান নেট অ্যাপ্লিকেশনের জুলাই মাসের তথ্য অনুযায়ী, বৈশ্বিক অপারেটিং সিস্টেমের মধ্যে ৫৯ দশমিক ৪ শতাংশ দখল করেছে উইন্ডোজ ১০। মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে উইন্ডোজ ১০-এর দখল ৬৮ দশমিক ২ শতাংশ। পিসির বাজারে এখনো উইন্ডোজ ৭ বেশ বড় দখল রেখেছে। পিসির মোট অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এখনো উইন্ডোজ ৭-এর দখলে ২৩ দশমিক ৪ শতাংশ আর উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এর দখল ২৬ দশমিক ৮ শতাংশ।