• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

উন্নয়নশীল দেশে উত্তরণে ভেদরগঞ্জে ২ দিন ব্যাপি উন্নয়ন মেলা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৮ মার্চ ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ২দিন ব্যাপি উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। শনিবার (২৭ মার্চ) বেলা ১২ টার সময় ভেদরগঞ্জ সরকারি হেড কোয়াটার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দুইদিন ব্যাপি উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা ও উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ। বিদ্যালয়ের সামনের প্রধান সড়ক হয়ে মুক্তিযোদ্ধা ভবন প্রদক্ষিণ করে একটি র‌্যালি বের করা হয়। পরে উপজেলার শহীদ মহিউদ্দিন-শহীদ আক্কাস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) শংকর চন্দ্র বৈদ্য, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মতিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলতানা রাজিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম ফজলুল হক, উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন, উপজেলা প্রধান সহকারী মোঃ জাকির খান প্রমূখ।