• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

এটিএম বুথে টাকা তুলতে গিয়ে রিকশাচালক আটক!

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২০  

রাজশাহী নগরীতে কুড়িয়ে পাওয়া এটিএম কার্ড নিয়ে বুথে টাকা তুলতে গিয়ে ধরা পড়েছেন রিপন আলী (৩৮) নামের এক রিকশাচালক। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর লক্ষ্মীপুর এলাকায় সিটি ব্যাংকের বুথ থেকে তাকে গ্রেফতার করে রাজপাড়া থানা পুলিশ।

গ্রেফতার রিপন আলী নগরীর তেরখাদিয়া এলাকার মৃত আবদুস সাত্তারের ছেলে। নিজেকে রিকশাচালক বলে দাবি করেছেন রিপন। সিটি ব্যাংকের দায়ের করা মামলায় বিকেলে তাকে আদালতে তোলে পুলিশ।

নগরীর রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদাত হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার ওই ব্যক্তি সকালে সিটি ব্যাংকের দুটি এটিএম কার্ড নিয়ে বুথে প্রবেশ করেন। দীর্ঘ সময় ধরে টাকা তোলার চেষ্টা করেন তিনি। কিন্তু টাকা তুলতে দেরি হওয়ায় বুথের প্রহরী তাকে আটকান। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।

ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজেকে রিকশাচালক দাবি করেন। তার দাবি, তিনি এটিএম কার্ড দুটি কুড়িয়ে পেয়েছেন। তার বিরুদ্ধে সিটি ব্যাংক কর্তৃপক্ষ মামলা করেছে।