• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

এবার ভেদরগঞ্জ উপজেলার কোন জেলে মা ইলিশ ধরবে না-ইউএনও ভেদরগঞ্জ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৫ অক্টোবর ২০১৯  

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ বলেছেন ইলিশ সম্পদ রক্ষায় ভেদরগঞ্জ উপজেলার সুনাম জাতীয় পর্যায়ে রয়েছে। অতিতে পর পর ২ বার ইলিশ রক্ষার জন্য জাতীয় সম্মাননা পেয়েছে এই উপজেলা। আগামীতেও জাতীয় স্বর্ণপদক অর্জনের জন্য ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত নিষিদ্ধ কালীন সময়ে এ উপজেলার কোন জেলে মা ইলিশ ধরতে নদীতে যাবেনা। তিনি আজ ৫ অক্টোবর ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের চরজিংকিং এলাকায় মা ইলিশ রক্ষায় আয়োজিত সচেতনতা মূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন, ইলিশ রক্ষার জন্য অতিতে ভেদরগঞ্জ উপজেলার জনপ্রতিনিধি, জেলে, আড়ৎদার, পাইকারগণ যে সততার পরিচয় দিয়েছেন তার ব্যতয় ঘটবেনা। এ বছর যে ইউনিয়নের জেলেরা ইলিশ রক্ষায় ভাল অবস্থান করবে সেই ইউনিয়নকে উপজেলার থেকে আনুষ্ঠানিক ভাবে পুরস্কৃত করা হবে। আর যে ইউনিয়নের জেলেরা মাছ ধরতে নদীতে যাবে এমন প্রমান হলে সেই ইউনিয়নের সরকারি বরাদ্দ কর্তন করা হবে। কাঁচিকাটা ইউনিয়ন চেয়ারম্যান মাস্টার আবুল হাসেম দেওয়ান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সখিপুর থানা অফিসার ইনচার্জ এনামুল হোসেন, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী ইউনুস আলী সরকার। বক্তব্য রাখেন ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সামাদ। এসময় উপজেলা নির্বাহী অফিসার জেলে, আড়ৎদার ও মৎস্য ব্যবসায়ীদের ইলিশ না ধরার জন্য শপথ বাক্য পাঠদান।