• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

এবার হ্যাকারের অধীনে টুইটারের নিরাপত্তা ব্যবস্থা!

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০  

বিশ্বের অন্যতম শীর্ষ হ্যাকার পিটার জাটকো মাজকে নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার।

নীতিমালা লঙ্ঘনের অভিযোগ আর নিরাপত্তা হুমকির মুখে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে কর্তৃপক্ষ।  টুইটারের প্রকৌশলগত ভুল পদ্ধতি থেকে শুরু করে ভুল তথ্য পর্যন্ত যাবতীয় বিষয় মোকাবিলা করবে ম্যাজ।   

রয়টার্স জানিয়েছে, টুইটারের কাঠামো ও চর্চা পরিবর্তনের প্রস্তাবনা তৈরির দায়িত্ব দিয়ে সোমবার (১৭ নভেম্বর) নিরাপত্তা প্রধান হিসেবে ঘোষণা করে ম্যাজের নাম।

এদিকে, টুইটার নির্বাহীর আহবানে সাড়া দিয়েছেন বিশ্বখ্যাত এই হ্যাকার। ৪০ থেকে ৬০ দিনের পর্যালোচনা শেষে এর মূল নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবেন বলেও জানিয়েছেন ম্যাজ। তথ্য নিরাপত্তা, সাইটের পূর্ণতা, হার্ডওয়্যার নিরাপত্তা, প্লাটফর্মের অখণ্ডতা পরীক্ষা করবেন তিনি।

টুইটারের নিরাপত্তা প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাওয়া ম্যাজ সবশেষ অনলাইন পেমেন্ট স্ট্রাইপের নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে ছিলেন। এর আগে গুগলের একটি বিশেষ প্রকল্পেও কাজ করেছেন এই হ্যাকার।