• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ঐতিহাসিক ভাষণ দিবস ৭ মার্চ উদযাপনে ভেদরগঞ্জে প্রস্তুতি সভা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩ মার্চ ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ  ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে প্রস্তুতি সভা করেছে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন।
৩ মার্চ বুধবার দুপুরে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ শহীদ আক্কাস - শহীদ মহিউদ্দিন মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত  সভায় বিশেষ অতিথি ছিলেন  সহকারী কমিশনার (ভুমি)  শংকর চন্দ্র বৈদ্য, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান রাড়ী, সভায় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, ঐতিহাসিক ৭ মার্চ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের অনন্য এই দিনটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এবারই প্রথম বারের মত রাষ্ট্রীয় ভাবে  বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় পালন করা হবে।

তিনি বলেন, সুদীর্ঘকালের আপসহীন আন্দোলনের এক পর্যায়ে ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে জাতির অবিসংবাদিত মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

৭ মার্চ তাঁর এই উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার দিকনির্দেশনা। এরপরই দেশের মুক্তিকামী মানুষ ঘরে ঘরে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে। ৭ মার্চের ভাষণের পর ছাত্র-কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের বাঙালি স্বাধীনতা অর্জনের জন্য মুক্তিযুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে।

বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে বিজয়ী হয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্যদিয়ে স্বাধীনতা ছিনিয়ে আনে বাঙালি জাতি। বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণে গর্জে ওঠে উত্তাল জনসমুদ্র। লাখ লাখ মানুষের গগনবিদারী শ্লোগানের উদ্দামতায় বসন্তের মাতাল হাওয়ায় সেদিন পত্ পত্ করে ওড়ে বাংলাদেশের মানচিত্র খঁচিত লাল-সবুজের পতাকা।

এবার ভেদরগঞ্জ উপজেলায় সরকারি কর্মসূচির মধ্যে  রয়েছে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা,শিশুর কন্ঠে বঙ্গবন্ধুর ভাষন শোনা,চিত্রাঙ্কন, রচনা, বঙ্গবন্ধুর ভাষন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন।