• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

কক্সবাজার-ঢাকা বিমান চলাচল শুরু হচ্ছে আজ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩০ জুলাই ২০২০  

দীর্ঘ চার মাসের অধিককাল ধরে বন্ধ থাকা বিমান চলাচল আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) থেকে ফের শুরু হচ্ছে। করোনা সতর্কতার কারণে এতদিন ধরে ঢাকা-কক্সবাজার রুটে বিমান চলাচল বন্ধ ছিল। তবে কক্সবাজারের হোটেলগুলো বন্ধ থাকায় আপাতত দুটি বেসরকারি কম্পানির ৬টি ফ্লাইটই ঢাকা থেকে দৈনিক আসা-যাওয়া করার কথা রয়েছে।  

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আজ বৃহস্পতিবার ৩০ জুলাই থেকে কক্সবাজার-ঢাকা রুটে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে। এরই প্রেক্ষিতে আজ (৩০ জুলাই) থেকে কক্সবাজার-ঢাকা রুটে 'ইউএস বাংলা' ও 'নভো এয়ার' কম্পানির ফ্লাইট চালু হবে। 

প্রতিদিন সকাল, দুপুর ও বিকালে মোট ৩টি করে ৬টি ফ্লাইট আসা যাওয়া করবে এই বেসরকারি কম্পানি দুটির। তবে আজ (৩০ জুলাই) প্রথম দিন হিসাবে কম্পানি দুটির সকালের ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ইউএস বাংলার কক্সবাজার স্টেশনের ম্যানেজার।  

উল্লেখ্য, করোনার কারণে গত ২১ মার্চ থেকে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরপর ১ জুন থেকে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঢাকা থেকে সৈয়দপুর, সিলেট ও চট্টগ্রামে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হয়। ১১ জুন থেকে যশোরে ও ১২ জুলাই থেকে বরিশালে ফ্লাইট চালুর অনুমতি দেয় বেবিচক। ২১ জুলাই থেকে রাজশাহীতেও ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়। সর্বশেষ আজ থেকে কক্সবাজারে বিমান চলাচলের অনুমতি দেয়া হলো।