• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী

করোনা: জনপ্রশাসনে ‘কুইক রেসপন্স টিম’ গঠন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১  

করোনা ভাইরাসে আক্রন্ত কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য ছয় সদেস্যর একটি ‘কুইক রেসপন্স টিম’ (কিউআরটি) গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

উপসচিব মো. আনোয়ারুল ইসলাম সরকারকে টিম লিডার করে রোববার (১১ এপ্রিল) অফিস আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

কমিটিতে বিকল্প টিম লিডার হিসেবে রয়েছেন উপসচিব মো. নূরুল হক। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ আশরাফ উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো. খোকন মিয়া, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আব্বাছ উদ্দিন এবং অফিস সহায়ক মো. বেলাল হোসেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হলে তার পরিবারে সঙ্গে যোগাযোগ করবেন। প্রয়োজনে তাদের চাহিদার ভিত্তিতে খাদ্য, ওষুধ, চিকিৎসাসহ অন্যান্য বিষয়ে সার্বিক সহযোগিতা দেবেন।

আক্রান্তদের তথ্য প্রতিবেদন আকারে যুগ্মসচিবের (প্রশাসন) কাছে পাঠানোর জন্য বলা হয়েছে।  

সবশেষ ১০ এপ্রিল দেশে করোনা সংক্রমণে মারা যায় ৭৭ জন এবং নতুন করে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৩৪৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৯৩৭ জন এবং মোট মৃত্যু ৯ হাজার ৬৬১ জনের।