• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

করোনা দূর্যোগে ভেদরগঞ্জে ১১হাজার ৩১৫ পরিবারের মাঝে ত্রাণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৯ মে ২০২০  

 

ভেদরগঞ্জ উপজেলা পরিষদের মাধ্যমেকরোনা দূর্যোগে গৃহবন্দী ১১ হাজার ৩ শ ১৫ পরিবারকে বিশেষ ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।
যার মধ্যে রয়েছে ১৩৫.৯৪ মেট্রিক টন চাল,১৬.২৯৬ মেট্রিক টন আলু,৪.১০০ মেট্রিক টন মুসুর ডাল,৫.০২ মেট্রক টন পিয়াজ,৪শ লিটার সয়াবিন তেল,৬৫০ কেজি রশুন ও ২ শ ৩৮ কেজি শুকনা মরিচ,শিশুদের জন্য ৫৬৯ কেজি চিনি, ২২৭.৬ কেজি প্যাকেট দুধ,২৮৫.৫ কেজি প্যাকেট সুজি। 
ভেদরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির জানান,৬ টি ধাপে উপজেলার ১৩ ইউনিয়ন ও ১ পৌরসভার মোট ১১ হাজার ৩ শ ১৫ পরিবারের মাঝে এসব ত্রান দেয়া হয়েছে। প্রথম ধাপে ৭ শ পরিবারকে, পরিবার প্রতি চাল ১০ কেজি,আলু ৫ কেজি, মুশুর ডাল ২ কেজি, সাবান ১ টি করে। ২য় ধাপে ৮ শ পরিবারকে,  পরিবার প্রতি চাল ১০ কেজি,আধা কেজি পিয়াজ,তেল আধা লিটার,সাবান ১ টি করে। 
৩য়  ধাপে ৯ শ ৫০ পরিবারকে  ১০ কেজি চাল,২ কেজি আলু, ১ কেজি ডাল,আধা কেজি পিয়াজ, ২ শ ২৫ গ্রাম রশুন। ৪র্থ ধাপে ১ হাজার ৫০ পরিবারকে,চাল ১০ কেজি,আলু ২ কেজি, ডাল ১ কেজি, পিয়াজ আধা কেজি,রশুন ২২৫ গ্রাম। ৫ম ধাপে ১ হাজার ৫ শ ৫০ পরিবারকে ১০ কেজি চাল,২ কেজি আলু, আধা কেজি ডাল,আধা কেজি পিয়াজ ও ২৫০ গ্রাম রশুন এবং ৬ষ্ঠ ধাপে ৫ হাজার ৬ শ ৯৬ টি পরিবারকে পরিবার প্রতি  চাল ১৫ কেজি,আলু ১ কেজি,পিয়াজ আধা কেজব করে দেয়া হয়েছে।
ভেদরগঞ্জ উপজেলা  নির্বাহী অফিসার  তানভীর আল নাসীফ  বলেন,সরাকারে ধারাবাহিক সামাজিক নিরাপত্তা কর্মসূচীর  যেমন ভিজিড,ভিজিএফ,বয়স্ক,বিধবা,মাতৃত্বকাল ভাতার পাশা পাশি বিশেষ বরাদ্য হিসেবে ৬ ধাপে  উপজেলার ১৩ ইউনিয়ন ও ১ পৌরসভার মোট ১১ হাজার ৩ শ ১৫ পরিবারের মাঝে  ত্রান দেয়া হয়েছে। যার মধ্যে রয়েছে ১৩৫.৯৪ মেট্রিক টন চাল,১৬.২৯৬ মেট্রিক টন আলু,৪.১০০ মেট্রিক টন মুসুর ডাল,৫.০২ মেট্রক টন পিয়াজ,৪শ লিটার সয়াবিন তেল,৬৫০ কেজি রশুন ও ২ শ ৩৮ কেজি শুকনা মরিচ,শিশুদের জন্য ৫৬৯ কেজি চিনি, ২২৭.৬ কেজি প্যাকেট দুধ,২৮৫.৫ কেজি প্যাকেট সুজি। সরকারের পাশা পাশি,বাংলাদেশ আওয়ামী লীগ, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ২৪ হাজার পরিবাকে,শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য ৪ হাজার পরিবারকে ত্রান দিয়েছে।এর সাথে সাথে উপজেলা চেয়ারম্যান,পৌরসভা  মেয়র ও ব্যক্তিগত ভাবে কয়েক ধাপে ত্রান দিয়েছে।এ ছারা উপজেলায় প্রশাসন ফোন দিলেই খাদ্য সামগ্রী পৌছে দেয়া কর্মসূচী চরমান রাখা হয়েছে।