• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

করোনা মোকাবেলায় শরীয়তপুরে সহস্রাধিক পিপিই হস্তান্তর

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৭ মার্চ ২০২০  

 


শরীয়তপু‌রে সহস্রাধিক পিপিই, ১২ হাজার মাস্ক, ১ হাজার হ্যান্ডগ্লোভস, বিপুল পরিমান হেক্সাসল ও জরুরী ঔষধ হস্তান্তর করেছেন পানিসম্পদ উপমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লী‌গের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, এমপি। 

শরীয়তপুর জেলা প্রশাসন, জেলা পুলিশ ও গণমাধ্যমকর্মীসহ জেলার সকল মানুষের সেবায় বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাঁর নিজের মায়ের নামে গড়া বেগম আশরাফুন্নেসা ফাউন্ডেশন এর পক্ষে পা‌নিসম্পদ উপমন্ত্রী এই উদ্যোগ গ্রহণ করেন।

পা‌নিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেন, বঙ্গবন্ধুর কন্যা মানবতার নেত্রী  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় নড়িয়া, ভেদরগঞ্জ উপজেলা ও সখীপুর থানাসহ জেলায় এসব হস্তান্তর করেছি । অতীতের ন্যায় জেলার যেকোন সঙ্কটে বাংলাদেশ আওয়ামীলীগ ও আশরাফুন্নেসা ফাউন্ডেশন সবসময় পাশে থাকবে।

বাসায় অবস্থান করার অহ্বান জানিয়ে পা‌নিসম্পদ উপমন্ত্রী বলেন, আপনারা নিরাপদ থাকুন। বাংলাদেশকে আল্লাহ হেফাজত করবেন কেননা এদেশের প্রধানমন্ত্রী আল্লাহপরায়ন।

সার্বক্ষণিক নজরদারীর জন্য তিনি ব্যাক্তিগত সহকারী সোহাগকে নিয়োজিত রেখেছেন এছাড়া জেলা প্রশাসন পা‌নিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম‌কে সর্বশেষ তথ্য জানিয়ে রাখছেন।