• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

করোনার বিস্তার রোধে ‘যুদ্ধাপরাধে’ জড়াল মিয়ানমার সেনাবাহিনী

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১ মে ২০২০  

মিয়ানমারে প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার ঠেকাতে মাঠে নেমে 'যুদ্ধাপরাধে' জড়িয়েছে দেশটির সেনাবাহিনী। গত মঙ্গলবার সংবাদমাধ্যম সিএনএন-এ এক সাক্ষাৎকারে এমনই অভিযোগ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি।

তিনি বলেন, পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে মিয়ানমারের সেনাবাহিনী জাতিগত রাখাইন বৌদ্ধ সম্প্রদায়ের ওপর চড়াও হচ্ছে। শত শত বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। বৌদ্ধমঠে হামলা করা হয়েছে। মানুষকে গ্রেফতার এবং নির্যাতন করা হয়েছে। আমরা শিরশ্ছেদ করা অনেক মৃতদেহ পেয়েছি।

মিয়ানমারের সেনাদের এই নিপীড়নকে ‘মানবতাবিরোধী অপরাধ’ এবং যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে বলেন, এগুলো অত্যন্ত জঘন্য কর্মকান্ড এবং আন্তর্জাতিক আইনে গুরুতর অপরাধ।

লি’র এ অভিযোগের বিষয়টি নিয়ে সিএনএন মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কোনো প্রতিক্রিয়া পায়নি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এ বিশেষ দূত বলেন, করোনাভাইরাস মহামারী ঠেকাতে মিয়ানমারের সেনাবাহিনী গুরুত্বপূর্ণ রাজনৈতিক ক্ষমতা পেয়েছে।