• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

করোনায় মারা গেলেন রানা প্লাজার মালিকের বাবা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৪ জুন ২০২০  

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সাভারে ধসেপড়া সেই রানা প্লাজার মালিক সোহেল রানার বাবা আবদুল খালেক (৬০)। বৃহস্পতিবার সকালে আবদুল খালেকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সায়েমুল হুদা।

তিনি বলেন, কয়েক দিন আগে আবদুল খালেকের শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়। বাড়িতে আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।

জানা গেছে, সপ্তাহের শুরুতে শ্বাসকষ্ট দেখা দিলে আব্দুক খালেককে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। কিন্তু তিনি করোনায় আক্রান্ত কিনা তা নিশ্চিত না হওয়ায় তাকে বাসায় ফিরিয়ে আনা হয়। সোমবার তার নমুনা সংগ্রহ করে নিয়ে যায় এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার তিনি মারা যাওয়ার কিছু সময় পর তার রিপোর্টে জানা যায়, তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় জামিনে ছিলেন আবদুল খালেক। একই মামলায় মূল আসামি সোহেল রানা কারাভোগ করছেন। উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে আট তলাবিশিষ্ট রানা প্লাজা ধসে পড়ে এক হাজার ১৩৫ পোশাক শ্রমিকের প্রাণহানি ঘটে।