• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

কর্মহীনদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন পারভিন হক সিকদার এমপি

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩১ মার্চ ২০২০  

ডামুড্যা প্রতিনিধি: শরীয়তপুরে করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের লকডাউন মেনে নিয়ে যার যার বাড়িতে অবস্থান করছেন খেটে খাওয়া মানুষ। লকডাউন মানতে গিয়ে খেটে খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পরেছেন। তাদের কথা বিবেচনা করে শরীয়তপুরের ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাটে কর্মহীন অসহায় পরিবারের মাঝে ঘরে ঘরে পারভিন হক সিকদার এমপির পক্ষ থেকে ত্রাণ পৌছে দিচ্ছেন তার প্রতিনিধিরা। গতকাল সোমবার ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাটের কর্মহীন অসহায় ১ হাজার পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে অন্যান্য উপজেলায় দেওয়া হবে।

শরীয়তপুরের সংরক্ষিত মহিলা আসনের এমপি পারভিন হক সিকদার বলেন, আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা দেশের অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছি। আপনারা ধৈর্য্যের সাথে থাকুন। আপনাদের বাড়ি বাড়ি ঘরে ঘরে খাবার পৌঁছে দেবে আমাদের দায়িত্বরত লোকজন। ইনশাআল্লাহ আমরাই পারব আল্লাহ যদি চান। প্রধানমন্ত্রীর নির্দেশ না পাওয়া পর্যন্ত আমরা যেন বাহিরে ঘোরাঘুরি না করি। প্রিয় শরিয়তপুরবাসী ধৈর্য্য ধরুন। আমরা আছি আপনাদের পাশে এবং সবার জন্য দোয়া করুন।