• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

কাবুলে বিয়ে বাড়িতে বোমা বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯  

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বিয়ে বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটেছে। শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে শহরের পশ্চিমে শিয়া অধ্যুষিত এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছে, এটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ হতে পারে। কারণ, ঘটনাস্থলে তারা একজনের মরদেহ দেখতে পেয়েছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ ঘটনার দায় স্বীকার করেনি।

এর আগে গত ৭ আগস্ট কাবুল পুলিশ স্টেশনের কাছে ভয়াবহ বোমা বিস্ফোরণে ১৪ জন প্রাণ হারায়। এ ঘটনায় আহত হয় প্রায় ১৫০ জন। গত ৩১ জুলাই আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৩৪ বাসযাত্রী নিহত হয়। বালা বুলুক জেলার কান্দাহার-হেরাত মহাসড়কে এ ঘটনা ঘটে। এতে আহত হয় ১৭ জন।

এ ছাড়া গত ৭ জুলাই আফগানিস্তানে গোয়েন্দা বাহিনীর একটি কার্যালয়ে গাড়িবোমা হামলার ঘটনায় ১২ জন নিহত হয়। এর মধ্যে আটজনই নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বাকি চারজন বেসামরিক। সূত্র: বিবিসি।