• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ক্যাসিনো খালেদের বিরুদ্ধে দুদকের চার্জশিট

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২০  

যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে ৮ কোটি ৭৪ লাখ ৩৩ হাজার টাকা বিদেশে পাচার ও ৪২ কোটি ৭৫ লাখ ৭০ হাজার টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৩ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় এ চার্জশিট অনুমোদন দেয়। বিষয়টি নিশ্চিত করেন দুদক পরিচালক (জনসংযোগ) কুমার ভট্টাচার্য্য।

২০১৮ সালে ১৮ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযানে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার হন খালেদ। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন ক্লাবে ক্যাসিনো ও মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ ওঠে। অভিযানের দিন খালেদের ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবসহ চারটি ক্লাব সিলগালা করে দেয়া হয়।

গত বছরের ২১ অক্টোবর খালেদ মাহমুদের বিরুদ্ধে মামলা করে দুদক। ওই মামলায় তার বিরুদ্ধে ৫ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়।