• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা দি‌লো সেনাবা‌হিনী

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৩ জুন ২০২০  

শরীয়তপুর প্রতি‌নি‌ধিঃ জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত তিন শতা‌ধিক গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর‌লেন বাংলাদ‌শ সেনাবা‌হিনী। সোমবার (২২ জুন) দিনব‌্যা‌পি শরীয়তপুর সরকা‌রি ক‌লেজ ক‌্যাম্পা‌সে সেনাবাহিনীর সদর দফতর সাভার ও ৯ পদাতির ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় এ চিকিৎসাসেবা দেয়া হ‌য়ে‌ছে।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার তৌহিদ মুরাদ, ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমা‌ন্ডিং অ‌ফিসার লে. কর্নেল সা‌মি উদ দৌলা চৌধুরীসহ অন্যান্য অফিসারগণ উপ‌স্থিত ছি‌লেন।

সেনাবা‌হিনীর কর্মকর্তারা জানান, জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবা‌র্ষিকী উপল‌ক্ষে গর্ভব‌তী মা‌য়ে‌দের জন‌্য এ সেবার আয়োজন করা হয়েছে। মা‌য়েরা বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে উপকৃত হবেন।

এসময় ক‌য়েকজন গর্ভব‌তী নারী জানান, করোনার সময় হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ডাক্তাররা চিকিৎসা দিতে অনেকটা ভয় করছেন। সেনাবা‌হিনীর ফ্রি সেবা ও ওষুধ পেয়ে আমরা অনেকটা উপকৃত হয়েছি।

২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমা‌ন্ডিং অ‌ফিসার লে. কর্নেল সা‌মি উদ দৌলা চৌধুরী বলেন, করোনা মোকাবেলা একটা যুদ্ধ। এই যুদ্ধের মাঝেও সেবা প্রদান করাই আমাদের কাজ। এ যুদ্ধে আমাদের নৈতিক দায়িত্ব পালন করছি মাত্র। সংকটকালে দেশের প্রত্যন্ত অঞ্চলের গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা, পরীক্ষা, গর্ভকালীন সহায়ক সামগ্রী ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করছি।