• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

গুজব ছড়িয়ে পণ্যের দাম বাড়ালে আইনগত ব্যবস্থা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৯  

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়পুর জেলার পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম বলেছে কেউ গুজব ছড়িয়ে বাজারে পন্যমূল্য বাড়িয়ে দিলে আইন অনুযায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। পিঁয়াজ নিয়ে যারা বাজারে কৃত্রিম ভাবে দাম বাড়িয়ে ছিল তাদের পিয়াজ আজ নদীতে ফেলতে হচ্ছে। লবণ নিয়ে আবার গুজব শুরু হয়েছে। আপনারা কেউ গুজবে কান দিয়ে হুজুগে বাঙ্গালি হবেনা। মানুষকে কষ্ট দেয়ার জন্য বা সরকারকে বিব্রত করা জন্য একটি চক্র একের পর এক ষড়যত্রের মাধ্যমে পন্য মূল্য বাড়াচ্ছে। এ সকল চক্রান্তকারীদের বিষয় ব্যবসায়ী নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে। তা নাহলে এর দায় আপনারাও এড়াতে পারবেন না। তিনি মঙ্গলবার বিকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন। পুলিশ সুপার বলেন যারা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি চায়না তারাই একের পর এক গুজব ছড়িয়ে পন্যের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দিয়ে সরকারকে বেকাদায় ফেলার চেষ্টা করছে। মনে রাখবে দুনিয়ার বিচারে রেহাই পেলেও আপনারা আল্লাহ বিচারে  রেহাই পাবেন না।  বাজার ব্যবসায়ী ও বিভিন্ন বনিক সমিতির নেতৃবৃন্দকে বাজার মনিটরিং করে পন্যমূল্য স্থিথিতিশীল রাখার জন্য তিনি আহবান জানান । সরকারি মূল্য তালিকার  বাহিরে কেউ নিজের মতো করে পন্যের দাম বাড়ারে আইনের আওতায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।  তিনি আরো বলেন গুজবে কান দিয়ে দেশটা গুজবের দেশ বানিয়ে ফেলবেননা। মনে রাখবেন ৩০ লক্ষ শহীদের রক্তের মিনিময় অর্জিত বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গুজবে কাছে কাছে আর পরাজিত হবেনা। এ সময় ডিআইও -১ আজহারুল ইসলাম, জেলা ভোক্তা অধিকার সংরক্ষনের শরীয়তপুর জেলা সহকারী পরিচালক সুজন কাজী, ক্যাব সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান, পালং বাজার বনিক সমিতি সভাপতি মাহাবুব আলম তালুকদার, সাধারণ সমম্পাদক হাজী আব্দুস সালাম বেপারী, আংগারিয়া বন্দর বনিক সমিতির সভাপতি চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার, ব্যবসায়ী মতিউর রহমান মুন্সীসহ অন্যান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।