• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

গোসাইরহা‌টে এসএস‌সিপরীক্ষাকেন্দ্র প‌রিদর্শণ কর‌লেন ইউএনও

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২০  

শরীয়তপু‌রের হোসাইরহাট উপ‌জেলায় এসএস‌সি ও সমমান পরীক্ষার্থী‌দের পরীক্ষা কেন্দ্র প‌রিদর্শণ কর‌লেন গোসাইরহাট উপ‌জেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলমগীর হুসাইন। সোমবার (৩ ফেব্রুয়া‌রি) সকাল ১১টার ‌দি‌কে গোসাইরহা‌টের ইদিলপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, কোদালপুর মাধ্যমিক বিদ্যালয় ও ইদিলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রগু‌লো প‌রিদর্শণ ক‌রেন তি‌নি। 

প‌রিদর্শণকা‌লে গোসাইরহাট উপ‌জেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলমগীর হুসাইন ব‌লেন, পরীক্ষা চলাকালীন সময়ে যে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে ব্যাপারে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষা চলাকালে যারা প্রশ্নফাঁসের চেষ্টা ও গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে ।

‌তি‌নি আরও ব‌লেন, জীবনে এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। যারা পরীক্ষায় অংশগ্রহণ করছে তাদের সবার জন্য শুভকামনা। তারা যেন পরীক্ষায় ভালো ফলাফল করে এবং পরবর্তী জীবনেও দেশ ও মানুষের পক্ষে অর্জিত জ্ঞান কাজে লাগায়। প্রশ্নফাঁস রোধে এবার সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে যেতে হবে। প্রতিবন্ধী পরীক্ষার্থীরা ২০ মিনিট বেশি সময় পবে ব‌লে জানান তি‌নি।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশ্রাফুজ্জামান উপ‌স্থিত ছি‌লেন। তি‌নি বলেন, দেশ ও মানুষের অবাধ, সুষ্ঠ এবং নকলমূক্ত পরিবেশে পরীক্ষা নিতে আমরা বদ্ধ পরিকর। এ বছর গোসাইরহা‌টে এসএস‌সি‌তে  ৮৩৮জন, দাখিলে ৪৩৬ জন ও ভোকেশনালে ২১৪জন শিক্ষার্থী প‌রিক্ষা দি‌চ্ছেন। মোট কেন্দ্র র‌য়ে‌ছে তিন‌টি।