• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

গোসাইরহা‌টে বীমা দিবস পালিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১ মার্চ ২০২০  

 


''বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি'' প্র‌তিপাদ্য নি‌য়ে শরীয়তপু‌রের গোসাইরহাট উপ‌জেলায় বীমা দিবস পালিত হ‌য়ে‌ছে। রবিবার (১ মার্চ) সকাল ১০টার দি‌কে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হ‌য়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে উপ‌জেলা প‌রিষদের সাম‌নে গি‌য়ে শেষ হয়।  পরে উপ‌জেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

গোসাইরহাট উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মো. আলমগীর হুসাই‌নের সভাপ‌তি‌ত্বে অতি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, গোসাইরহাট উপ‌জেলা প‌রিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান ‌শেখ মোহাম্মদ আবুল খা‌য়ের, ম‌হিলা ভাইস চেয়‌ারম্যান নাজমা বেগম, পপুলার লাইফ ইন্সুরেন্স শাখা ব্যাবস্থাপক মো. দেলোয়ার হোসেন প্রমূখ। 

এ সময় বি‌ভিন্ন সরকা‌রি অফি‌সের কর্মকর্তা,  পৌরসভার কাউ‌ন্সিলরগণ ও গন্যমান্য ব্য‌ক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন।

বক্তারা ব‌লেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার পরে দেশিয় বীমা শিল্পের সূত্রপাত হয়। বঙ্গবন্ধু ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। 
তাই ১ মার্চই দিবসটি পালন করা হয় । বীমা দেশের একটি সম্ভাবনাময় গুরুত্বপূর্ণ আর্থিক খাত।