• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

গোসাইরহাটে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০১৯  


“আমরা দূর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ” এই শ্লোগানে নানা আয়োজনের মধ্যদিয়ে শরীয়তপুরের গোসাইরহাটে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে৷
দিবসটি উপলক্ষে সকাল সারে ১০টায় গোসাইরহাট উপজেলা থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপত্বিত করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন৷
সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ আবুল খায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিকদার, এলজি ইডি অফিসার দশরথ বিস্বাস, ওসি (তদন্ত) এ মজিদ, অাইসিটি অফিসার মাইনুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার খাইরুল ইসলাম, অাসাদুজ্জামান অাসাদ উপজেলা মহিলা বিষয়ক কাম কম্পিউটার, গোসাইরহাট পৌরসভা কাউন্সিলর আলী আকবর, রিফাত হোসেন ও  বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী বৃন্দ।
এসময় উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্র্র হিসেবে গড়ে তুলতে হলে সবার আগে আমাদেরকে দূর্নীতিকে না বলতে হবে। কোন ভাবেই দূর্নীতির সাথে নিজেদেরকে জড়ানো যাবেনা এবং অন্যরা যাতে দূর্নীতিতে জড়াতে না পারে সে দিকেও লক্ষ্য রাখতে হবে। “আমরা দূর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ” দূর্নীতি একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি যাতে আমাদের গ্রাস করতে না পারে এ জন্য সকলকে সচেতন ও সজাগ থাকতে হবে। তবে আমরা বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে রুপান্তর করতে পারব।