• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

গোসাইরহাটে একক গৃহ নির্মাণ কাজের পরিদর্শন করলেন জেলা প্রশাসক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৮ জুন ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ
আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এ প্রতিপাদ্য নিয়ে শরীয়তপুর জেলার গোসাইরহাট  উপজেলার দ্বিতীয় পর্যায়ে  বরাদ্দকৃত একক গৃহ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন শরীয়তপুর জেলাপ্রশাসক মোঃ পারভেজ হাসান।

গতকাল সোমবার বিকেলে তিনি ঐ প্রকল্প ছারাও উপজেলার বিভিন্ন প্রকল্প ও ভূমি অফিস পরিদর্শন করেন। এসময় তিনি সামন্তসার ইউনিয়নের সামন্তসার গ্রামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের অধীন মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ 'ক' শ্রেণির পরিবার পুনর্বাসনের লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ে বরাদ্দকৃত একক গৃহ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং কাজের মান ঠিক রেখে দ্রুততার সাথে নির্মাণ কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট সকলকে পরামর্শ দেন। 

এছাড়াও তিনি ভূমি সেবা সপ্তাহ-২০২১, কোদালপুর ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন এবং অফিস চত্ত্বরে বৃক্ষরোপন করেন। 

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান ঢালী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইনসহ গোসাইরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।