• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

গোসাইরহাটে কৃষক-কৃষানীদের মাঝে উপকরণ ও নগদ অর্থ বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৭ জুলাই ২০২০  

শরীয়তপুর প্রতিনিধিঃ জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মতে দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি অব্যাহত রাখার জন্য করোনাকালেও স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কৃষক-কৃষানীদের মাঝে উপকরণ ও নগদ অর্থ বিতরণ গোসাইরহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের ভদ্রচাপ গ্রামে উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়।

কৃষি অফিসার কল্যান কুমার সরকার বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে পারিবারিক কৃষির আওতায় সবজি-পুষ্টি বাগান স্থাপন কার্যক্রমের আওতায় গোসাইরহাটের প্রতিটি ইউনিয়নের ২৫৬জন কৃষক-কৃষানীকে এক শতক জমিতে কৃষি বিভাগের নিজস্ব ব্যবস্থাপনায় কৃষকদের মাঝে ১০০ টি ফলের চারা বিতরণ করা হয়। সবজি-পুষ্টি বাগান স্থাপনের জন্য বিভিন্ন প্রকার সবজির বীজ ও পরিচর্যার জন্য প্রত্যেক কৃষক-কৃষানীকে মোবাইল একাউন্টের মাধ্যেমে নগদ ১ হাজার ৯৩৫ টাকা প্রধান করা হয়। তিনি বলেন, যাতে করে করোনা পরবর্তীতে দেশে যাতে খাদ্য সংকট মোকাবেলা করা যায় তার জন্য জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর  নির্দেশমতে আমরা কৃষি বিভাগ মাঠ পর্যায়ে  কাজ করে যাচ্ছি।

গোসাইরহাট উপজেলা কৃষি অফিসার কল্যান কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হুসাইন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা পরিষদ ভাইস চেয়াম্যান শেখ মোহাম্মদ আবুল খায়ের, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. শাহাবুদ্দিন, ডামুড্যা উপজেলা কৃষি সম্প্রসারণ (এসএএও) অফিসার মো. জাহাঙ্গীর আলম বেপারী ও বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বেপারী।