• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

গোসাইরহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বারি পেঁয়াজ-১ প্রদর্শনী

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২০  

শরীয়তপুর প্র‌তি‌নি‌ধিঃ শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নে মলংচড়ায় এক বিঘা জমির উপরে শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে রাজস্ব খাতের অধ্যায়নে পেঁয়াজ প্রদর্শনী করা হয়। আজ র‌বিবার (২৬ জানুয়া‌রি) সকাল ৯টার দি‌কে নাগেরপাড়া ইউনিয়নে মলংচড়ায় এ পেঁয়াজ প্রদর্শনী করা হয়।

গোসাইরহাট উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহাবউদ্দিন উপ‌স্থিত ছি‌লেন। এই প্রদর্শনী পরিদর্শনকালে তি‌নি জানান, পেয়াজ প্রদর্শনী কৃষককে দেওয়া হয়েছে এবং এ পেঁয়াজ প্রদর্শনীর জন্য পেঁয়াজের বীজ ও বিভিন্ন প্রকার সারের জন্য ১ হাজার করে টাকা দেওয়া হয়েছে। এছাড়া পেঁয়াজের আন্তঃ পরিচর্চা বাবদ যেমন আগাছা বা অন্য কোন ধরনের সমস্যা থাকে সেই বাবদ কৃষককে ১ হাজার করে টাকা দেওয়া হবে। সর্বপরি বাংলাদেশের বর্তমানে যে পেঁয়াজের সংকট দেখা দিয়েছে এ ধরনে বারি পেঁয়াজ-১ চাষ করলে সংকট দূর হবে। এ জন্য সরকার কৃষি অফিসের মাধ্যমে এই ধরনের পেঁয়াজ চাষ বাড়ানোর উদ্যোগ নিয়েছে।  

কৃষক মো: রাসেল মিয়া বলেন, কৃষি অফিস আমাদের পেঁয়াজ বীজ ও অন‍্যান‍্য সার বাবদ ১হাজার টাকা দিয়েছে। আরও অন‍্যান‍্য পরিচর্চা বাবদ টাকা দিবে। আমরা বীজ বপন করেছি। যেভাবে বীজ গজিয়েছে আশা করি ভালো ফলন হবে।

পরিদর্শণকালে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহাবুবুল হক, নাগেরপাড়া ইউনিয়ন কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন সহ স্থানীয় কৃষক।