• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

গোসাইরহাটে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩ আগস্ট ২০১৯  

গোসাইরহাট  প্রতিনিধিঃ ‘‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’’ স্লোগানকে সামনে রেখে সচেতনতামূলক কর্মসূচী পালন করেছে শরীয়তপুরের গোসাইরহাট  পৌরসভা। গোসাইরহাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় আজ শনিবার সকাল দশটায় পৌর বাসস্টান্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিছন্নতা অভিযান পরিচালিত হয়। এতে গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মতিউর রহমান, পৌরসভার পৌর প্রশাসক, কাউন্সিলর, পরিছন্নতা কর্মী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা আতঙ্কিত না হয়ে ডেঙ্গু সম্পর্কে সচেতন থাকার অনুরোধ জানিয়ে বাড়ী বা দোকানঘরের আশপাশ পরিষ্কার পরিছন্ন রাখার পরামর্শ দেন।