• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

গোসাইরহাটে নানা আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯  

গোসাইরহাট প্রতিনিধঃ গোসাইরহাট উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে ৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস নানা আয়োজনের মাধ্যেমে পালিত হয়েছে।  দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘সত্য মিথ্যা যাচাই আগে ইন্টানেটে শেয়ার পরে’। আজ বৃহস্পতিবার ১২ ই ডিসেম্বর এ দিবস পালন করা হয়।
দিনের কর্মসূচির মধ্যে ছিল বর্নাঢ্য র‌্যালী ও সেমিনার। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার ও আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান ঢালী, গোসাইরহাট  থানার (ওসি) তদন্ত এম এ মজিদ বকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খায়ের, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম প্রমুখ।

বক্তাগন ডিজিটাল বাংলাদেশের প্রবক্তা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতঙ্গতা প্রকাশ করে বলেন মহান মুক্তিযুদ্ধের সপক্ষের দল সরকারে আছে বলেই আজ আমরা বলতে পারছি ডিজিটাল বাংলাদেশ।