• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

গোসাইরহাটে নারীদের ক্ষমতায়ন প্রকল্প তথ্য আপার উঠান বৈঠক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২০  


শরীয়তপুরের জেলার গোসাইরহাট উপজেলার গোসাইরহাট ইউনিয়নে ৬নং ওয়ার্ডে  বুধবার (২৯ জান‌ুয়ারি) বিকেল ৫টার দিকে তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গোসাইরহাট ইউনিয়ন দুলাল গাজির বাড়ী উঠানে অনুষ্ঠিত বৈঠকে শতাধিক নারী অংশ গ্রহন করে।

অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন, উপজেলা কৃষি অফিসার কল্যাণ কুমার সরকার, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা রুপালী খাতুন, সহকারী তথ্য সেবা কর্মকর্তা নাজনীন নাহার বক্তব্য রাখেন। এছাড়াও স্থানীয় বিভিন্ন কর্মকর্তা/কর্মচারীসহ বিভিন্ন নারী সংগঠনের মহিলাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গ্রামীণ মহিলাদের জীবন ও জীবিকা সম্পর্কিত বিশেষ করে স্বাস্থ্যগত সমস্যা, বাল্যবিবাহ, ফতোয়া, নারীর বিরুদ্ধে সহিংসতা, কৃষি , চাকুরী সংক্রান্ত তথ্য, আইনগত সমস্যা ও ডিজিটাল সেবাসমূহের নানা দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। গোসাইরহাট উপজেলা তথ্য কেন্দ্র আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীসহ বিভিন্ন পর্যায়ের মহিলারা উপস্থিত ছিলেন।