• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

গোসাইরহাটে নিম্ন আয়ের মানুষের মাঝে পণ্য সামগ্রী বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৯ মার্চ ২০২০  

গোসাইরহাট প্রতিনিধিঃ গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের ৫৭ জন হত দরিদ্র ভ্যানচালক, রিকশা চালক, অটো রিকশা চালক, চা বিক্রেতা ও নিম্নআয়ের হত দরিদ্র লোকদের মাঝে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রনালয়ের সহযোগিতায় চাল, ডাল, আলু, সাবান বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে যে সমস্ত হত দরিদ্র নিম্ন আয়ের মানুষ যারা শ্রমজীবি, যারা হোম কোয়ারিন্টেনে আছেন বা সহযোগিতা করছেন, বাহিরে বের হতে পারছেন না, আয় রোজগার কমে গেছে, সে সমস্ত মানুষের জন্য ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রনালয়ের সহযোগিতায় ইদিলপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গতকাল শনিবার ২৮ মার্চ সকালে বিভিন্ন পণ্য সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন পণ্য সামগ্রী বিতরণ করেন।

ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন শিকারী জানান, ইদিলপুর ইউনিয়নের হতদরিদ্র ভ্যানচালক, চা বিক্রেতা ও নিম্নআয়ের হতদরিদ্র লোক যারা শ্রমজীবি, যারা হোম কোয়ারিন্টেনে আছেন বা সহযোগিতা করছেন সে সমস্ত মানুষের জন্য ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের সহযোগিতায় ৫৭জন কে ১০ কেজি চাল,  ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১টি সাবান বিতরণ করা হয়।