• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

গোসাইরহাটে সমাজসেবার কার্যক্রমের অবহিত করণ সভা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২০ জুন ২০১৯  

শরীয়তপুর প্রতিনিধিঃ
গতকাল বুধবার গোসাইরহাট উপজেলা পরিষদের হলরুমে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সমাজসেবা কার্যক্রম ও বাস্তবায়ন বিষয়ক এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। সাভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইন । উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন, কোদালপুর ইউ’পির চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, গোসাইরহাট ইউ’পির চেয়ারম্যান মোঃ মোজ্জাফর সরদার, ইদিলপুর ইউ’পির চেয়ারম্যান মোঃ দেলোয়র হোসেন শিকারী, সামন্তসার ইউ’পির চেয়ারম্যান মোঃ আবু কালাম বেপারী, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান, ইদিলপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারঃ) মোঃ এমদাত হোসেন, গোসাইরহাট প্রেস ক্লাবের সভাপতি মাস্টার গিয়াস উদ্দিন খান ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার কেএম গোলাম মোস্তফা প্রমুখ।
সভায় প্রধান অতিথি বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইন বলেন, সরকারের সমাজ সেবা অধিদপ্তর হচ্ছে জনগনের নিকটতম আদি প্রতিষ্ঠান। সমাজ সেবার মাধ্যমে সরকার দারিদ্র বিমোচন, দারিদ্রতার ঝুকি হ্রাস, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, মানব উন্নয়ন সহ বিভিন্ন ভাতা প্রদানে জনগনের পাশে থেকে কাজ করে। এই প্রতিষ্ঠানের সচ্ছতা ও জবাব দিহিতা জনগনের ভাগ্য উন্নয়নের পাশাপাশি সরকারের ভাবমুক্তি উজ্জল করে। তাই সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের কাজের মানবিকতা ও আন্তরিকতা বাড়াতে হবে।