• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ঘরেই তৈরি করুন হারবাল উপাদানে গোল্ড ব্লিচ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২১  

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য অনেকেই ব্লিচ করে থাকেন। ব্লিচ ত্বকের কালো দাগ দূর করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে দেয়। ব্লিচ করা বলতে অনেকেই পার্লারে ব্লিচিং ফেসিয়াল অথবা ব্লিচ ক্রিম ব্যবহার করাকে বুঝিয়ে থাকেন। ব্লিচিং ক্রিমে অথবা ব্লিচিং ফেসিয়ালে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, বিধায় এটি ত্বকের ক্ষতি করে থাকে। প্রাকৃতিকভাবে ঘরে করে ফেলতে পারেন ব্লিচ, তাও কোন রাসায়নিক পদার্থ ব্যবহার না করে!চলুন তবে জেনে নেয়া যাক প্রাকৃতিকভাবে ঘরে ব্লিচ করবেন যেভাবে সে সম্পর্কে-  

প্রাকৃতিক ব্লিচ তৈরির পদ্ধতি
একটা কাচের বাটিতে আধা চা চামচ মুলতানি মাটি নিন। এবার এর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে আধা চা চামচের কম মধু মেশান। এবার একটি মাঝারি সাইজের আলু ভালো করে ধুয়ে খোসাসহ গ্রেট করে রস বের করে নিন। আলুর রস মিশিয়ে নিন বাকি উপকরণের সঙ্গে।

যেভাবে ব্যবহার করবেন
প্রথমে ভালো করে মুখ ধুয়ে নিন। রস বের করে নেয়া আলু গ্রেট দিয়ে মুখ, গলা ও ঘাড় স্ক্রাব করে নিন। আপনি চাইলে সামান্য চিনি মেশাতে পারেন স্ক্রাব করার সময়ে। আধা ঘণ্টা পর বাড়িতে তৈরি করা প্রাকৃতিক গোল্ডেন ব্লিচ মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে একটি পরিষ্কার সুতির কাপড় ভিজিয়ে মুখ থেকে ব্লিচ তুলে ফেলুন। মুখ মুছে নিয়ে ময়শ্চারাইজার লাগিয়ে নিন।