• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯  

 

বাংলাদশ সিভিল সার্ভিস প্রশাসনের নবীন কর্মকর্তাদের প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে পাওয়া দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে যে শপথ নবীন কর্মকর্তারা নিয়েছেন, তা ধারণ করে ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে তাদের সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রজাতন্ত্রের কর্মচারীদের জনগণের প্রতি দায়িত্ব ও কর্তব্য মাথায় রেখে নিজ জ্ঞান ও মেধাকে কাজে লাগিয়ে দেশের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

আজ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমীতে নবীন ক্যাডারদের ১১৩,১১৪ ও ১১৫ তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে  প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ৭১ ও ৭৫ এর খুনিরা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের ক্ষমতা দখল করে অপরাধীদের প্রশ্রয় দিয়ে দেশ বিরোধীরা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।

তিনি বলেন, নীতি আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে চলার কারণেই দেশ এক দশকে ঘুরে দাঁড়িয়েছে। উন্নত দেশের কাতারে সামিল হবার পথে বাংলাদেশ।

আত্মশুদ্ধির প্রয়োজন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আত্মসমালোচনা করতে হবে। শুধু সরকারে থেকেই নয়,  নিজ দলের মধ্যেও গবেষণা করা হয়, দেশের উন্নয়নের সকল পরিকল্পনা নিয়ে।

দেশ উন্নয়নের ক্ষেত্রে পরনির্ভরশীলতা কমেছে জানিয়ে সরকার প্রধান বলেন, পদ্মাসেতু এর প্রমাণ।

নবীন কর্মকর্তাদের ২০৪১ সালের সৈনিক মন্তব্য করে শেখ হাসিনা বলেছেন, সততা ও নিষ্ঠার দেশ গড়ায় সামিল হতে হবে। আধুনিক, নতুন প্রযুক্তির যথাযথ ব্যাবহার করে দেশের প্রতি ভালোবাসা নিয়ে নিজ কাজের মাধ্যমে জনগণের কল্যাণ করতে হবে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে।