• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

চালু হলো ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯  

ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকার পর আবারও ঢাকা থেকে চট্টগ্রামের রেল যোগাযোগ শুরু হয়েছে। 

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রেল যোগাযোগ শুরু হয়েছে বলে জানিয়েছেন কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার। 

এর আগে ভোর ৪টায় সিলেট থেকে চট্টগ্রামগামী ও চট্টগ্রাম থেকে ঢাকাগামী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস জানিয়েছেন, মন্দবাগ রেলওয়ে স্টেশনে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এতে দুটি ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। হতাহতদের উদ্ধার কাজ চলছে।