• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

চিতাবাঘের হাত থেকে মালিককে বাঁচালো ‘টাইগার’!

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৭ আগস্ট ২০১৯  

 


প্রতিদিনের মতো রাতের খাবার সেরে একমাত্র মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন ৫৮ বছর বয়সী অরুণাদেবী লামা। মধ্যরাতে হঠাৎ মুরগির ডাকাডাকিতে ঘুম ভেঙে যায় তার। অন্ধকারে কোনোমতে মুরগির খোপের কাছে গিয়ে দেখেন জ্বলজ্বল করছে দু’টি চোখ। ভয়ে দৌঁড় দিতে গেলে মুহূর্তের মধ্যেই অরুণার ওপর ঝাঁপিয়ে পড়ে একটি হিংস্র চিতাবাঘ (লেপার্ড)।

চিৎকার-চেঁচামেচি শুনে দ্রুত ছুটে আসে পোষা কুকুর ‘টাইগার’। মালিককে চিতাবাঘের থাবা থেকে বাঁচাতে সেটির ওপর ঝাঁপিয়ে পড়ে চার বছর বয়সী কুকুরটি। শুরু হয় দুই প্রাণীর মধ্যে তুমল লড়াই। এ সুযোগে রক্তাক্ত অবস্থায় সেখান থেকে পালিয়ে যান অরুণাদেবী। কুকুরের চেয়ে অনেক বেশি শক্তিশালী হলেও শেষমেষ পালিয়ে যায় চিতাবাঘটি।

সম্প্রতি ভারতের দার্জিলিংয়ের নয়াগাঁও এলাকায় ঘটেছে এ ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গুরুতর আহত অবস্থায় অরুণাকে উদ্ধার করে সোনাদা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তার মেয়ে স্মৃতি লামা বলেন, ‘টাইগার’ সময়মতো ছুটে না এলে মাকে হয়তো আর ফিরে পাওয়া যেতো না।

এ ঘটনার পর চিতাবাঘটিকে আটক করে স্থানীয় লোকজন। পরে, সেটিকে বন দফতরের কাছে পাঠানো হয়েছে।