• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

চীনের শুল্কমুক্ত সুবিধা বাংলাদেশের উন্নয়নে সহায়তা করবে

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২০  

উন্নয়নে সহায়তা হিসেবে চীন এ দেশের পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় চীনা দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক কাউন্সেলর লিউ ঝেনহুয়া। বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল শুক্রবার এক নিবন্ধে তিনি এ কথা জানান।

লিউ ঝেনহুয়া বলেছেন, বাংলাদেশে উৎপাদিত ৯৭ শতাংশ পণ্যে চীন শূন্য শুল্ক সুবিধা দেওয়ায় দুই দেশের বাণিজ্য ভারসাম্যহীনতা হ্রাস করবে। একই সঙ্গে চীন কভিড মহামারি-পরবর্তী সময়ে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সহায়তা করবে। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক-বাণিজ্য ক্ষেত্রে সহযোগিতা দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল প্রবৃদ্ধি অব্যাহত রেখেছে।

ঢাকায় চীন দূতাবাস জানায়, পরিবহন, বিদ্যুৎ, উচ্চমাত্রার প্রযুক্তি এবং অন্যান্য কার্যকর ক্ষেত্রে চীনের অর্থায়নে গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পগুলোকে বাংলাদেশে চীনের সহযোগিতার ভিত্তি হিসেবে উপস্থাপন করেন লিউ ঝেনহুয়া। চীন বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের অনুকূলে সেবা দিয়ে যাচ্ছে বলেও তিনি তাঁর নিবন্ধে উল্লেখ করেন।