• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

চুল পড়া কমাবে রসুন, জানুন পদ্ধতি

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২১  

চুল পড়ার সমস্যায় জর্জরিত নারী কিংবা পুরুষ উভয়েই। শারীরিক সমস্যা, দূষণ, মানসিক চাপ চুল পড়ার জন্য দায়ী। তবে কিছু কিছু ক্ষেত্রে চুল পড়ার বিষয়টা জিনগত হয়ে থাকে। স্বাভাবিকভাবে দৈনিক ৫০ থেকে ১০০টি চুল পড়ে যেতে পারে। কিন্তু প্রতিদিন যদি এর থেকেও বেশি চুল পড়তে শুরু করে, তবে বিষয়টি অবশ্যই চিন্তার।

তাইতো সঠিক সময়ে চুলের সঠিক পরিচর্যার দিকে একটু বেশি মনোযোগ দেয়া প্রয়োজন। অনেকেই সময়ের অভাবে চুলের পরিচর্যা করতে পারেন না। কিন্তু ব্যাপারটি একদমই সঠিক নয়। চুলের যত্ন নিতে গেলেই যে প্রচুর সময় ব্যয় করতে হবে কিংবা তা খরচ সাপেক্ষ হবে, তা কিন্তু নয়। কম খরচে, সামান্য কিছু ঘরোয়া জিনিসও হয়ে উঠতে পারে আপনার চুল পরিচর্যার উপকরণ। এক্ষেত্রে রসুনও চুল পড়া রোধে কার্যকর ভূমিকা পালন করে। এছাড়াও রয়েছে আরও কিছু ঘরোয়া উপাদান, যা চুল পড়া কমায়। চলুন তবে জেনে নেয়া যাক চুল পড়া রোধে জাদুর মতো কাজ করে যেসব ঘরোয়া উপাদান-

>> তাজা অ্যালোভেরার জেল ম্যাসাজ করলে চুল পড়া কমে যায়।

>> রসুন পেস্ট করে চুলের গোড়ায় লাগান। কিছুক্ষণ পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

>> চুলের গোড়ায় নারকেলের দুধ ম্যাসাজ করুন। ১৫ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

>> রাতে ঘুমানোর আগে রোজমেরি এসেনশিয়াল অয়েল ম্যাসাজ করুন চুলে। পরদিন মাইল্ড শ্যাম্পুর সাহায্যে ধুয়ে নিন চুল।

>> চুল পড়া কমানোর পাশাপাশি নতুন চুল গজাতে কার্যকর পেঁয়াজের রস। সরাসরি পেঁয়াজের রস চুলের গোড়ায় ম্যাসাজ করে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।