• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মৎস্যজীবী লীগের শ্রদ্ধা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৭ জুন ২০২১  

ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী মৎস‍্যজীবী লীগ।

শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীদের উদ্দেশে ৬ দফা দিবসের প্রতিক্রিয়ায় সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর বলেন, আজ ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক অবিচ্ছেদ্য অংশ ছয় দফা। ছয় দফা আদায়ের লক্ষে আওয়ামী লীগের ডাকে হরতাল চলাকালে নিরস্ত্র জনতার ওপর পুলিশ ও তৎকালীন ইপিআর গুলিবর্ষণ করে। এতে ১১ জন শহীদ হন। শহীদের রক্তে ছয় দফা আন্দোলন স্ফুলিঙ্গের মতো দ্রুত ছড়িয়ে পড়ে সর্বত্র, রাজপথে নেমে আসে বাংলার মুক্তিকামী মানুষ।

আজগর নস্কর আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ছয় দফা আন্দোলন ১৯৬৬ সালের ৭ জুন নতুন মাত্রা পায়। বঙ্গবন্ধুর নেতৃত্বে ছয় দফার প্রতি বাঙালির অকুণ্ঠ সমর্থনে রচিত হয় স্বাধীনতার রূপরেখা। ছয় দফাভিত্তিক আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় বাঙালির স্বাধিকার আন্দোলন স্বাধীনতা সংগ্রামে রূপ নেয়।

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মৎস্যবান্ধব সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রাজপথে থেকে মোকাবেলা করার জন্য মৎস্যজীবী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আজগর নস্কর।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সায়ীদুর রহমান, সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর, সহ-সভাপতি  এম এ বাশার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর চোকদার, মো. গিয়াস খান, মোহাম্মদ ইউনুস, ড. মমতাজ খান, মো.  সাজ্জাদুল হক লিকু সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী মো. শফিউল আলম শফিক প্রমুখ।