• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর আর নেই

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৬ জুলাই ২০২০  

পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে পাড়ি দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেছেন। প্লেব্যাক সম্রাট ও কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছেন। তার অবস্থা আশঙ্কাজনক ছিল। আজ সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন তিনি। টানা ৯ মাস সিঙ্গাপুরে চিকিৎসাধীন থেকে গত ১১ জুন একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছিলেন এন্ড্রু কিশোর। তারপর থেকে রাজশাহীতে একটি ক্লিনিকে আছেন। যেটি পরিচালনা করেন তার দুলাভাই ক্যান্সার বিশেষজ্ঞ ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস ও বোন ডা. শিখা বিশ্বাস।

আজ (৬ জুলাই) বিকেলে এন্ড্রু কিশোরের শিষ্য মোমিন বিশ্বাস সংবাদ মাধ্যমকে জানান ‘আমাদের সবার প্রিয় এন্ড্রু কিশোর দাদা আর নেই। তার পরিবার সবার কাছে প্রার্থনার অনুরোধ জানিয়েছেন।’ 

মোমিন বিশ্বাস আরও জানান, ‘আজ সকাল থেকে এই গায়কের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। সকাল থেকে তাকে অক্সিজেন দিয়ে আইসিইউতে রাখা হয়েছে।’ তিনি রাজশাহীতে বোন ডা. শিখা বিশ্বাসের ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। তার ভগ্নিপতি প্যাট্রিক বিশ্বাস সার্বক্ষণিক দেখাশোনা করছেন।