• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জাজিরায় কৃষকদের মাঝে সৌর আলোকফাঁদ ও সেচ পাম্প বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৭ জুন ২০২০  

শরীয়তপুর প্রতিনিধিঃ গতকাল ২৬ জুন শুক্রবার বিকালে জাজিরা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে শস্যের নিবিড়তা বৃদ্ধি, পতিত জমি ব্যবহার ও উৎপাদন বৃদ্ধির জন্য সেচ পাম্প বিতরণ করা হয়েছে। সেচের সুবিধা নিশ্চিত করার বিষয় টি মাথায় রেখে বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের ৫ টি ব্লকের ১০ টি মাঠে ১০ টি এনএলপি ও ২০ টি সৌরচালিত আলোকফাঁদ বিতরণ করা হয়। জাজিরা উপজেলা কৃষি অফিসের সামনে থেকে সেচ পাম্প ও সৌর আলোক ফাঁদ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম। 

প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন করোনা দূর্যোগের পরে আমাদের যাতে খাদ্যের জন্য কারো কাছে হাত পাততে না হয় তার জন্য আমাদের কৃষি উৎপাদন দ্বিগুন করতে হবে। কোন জমিই পতিত রাখা যাবেনা। এজন্য সরকার পর্যাপ্ত পরিমান ভর্তুকি ও প্রনোদনা দিয়েছে। আমারা যারা কৃষি ও কৃষকের সাথে জড়িত সবাই এ সুযোগের সদব্যবহার করে নিজের এবং দেশে ভাগ্যের পরির্বতন করি।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি)  রেনু দাস,  বড়গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবর রহমান, পৌরসভা ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা  মোঃ নাসির উদ্দিন হাওলাদার, মানিক নগর ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা  মোঃ নজরুল ইসলাম,  খোড়াতলা ব্লকের দায়িত্ব উপ-সহকারী কৃষি কর্মকর্তা  মোঃ ইসমাইল শেখ,  উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল  কুদ্দুস শিকদার সহ  সেচ যন্ত্র ব্যবহারকারী কৃষক গ্রুপের সদস্য বৃন্দ।