• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জাজিরায় বালাম ধানের মাঠ দিবস অনুষ্ঠিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯  

শরীয়তপুর প্রতিনিধিঃ আজ রবিবার দুপুরে জাজিরা উপজেলার বিলাশপুর ব্লকে মোঃ সেকান্দর আলী জমির ধান কেটে বিলুপ্ত প্রায় বালাম ধানের মাঠ দিবস পালন করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ  মোঃ জামাল হোসেন নিজে উপস্থিত থেকে মাঠ দিবস পালন করেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার বলেন, বিলুপ্ত প্রায় বালাম ধানের সংরক্ষণ ও সম্প্রসারণ লক্ষ্যে ২০১৮-১৯ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় স্থাপিত প্রদর্শনীর শস্য কর্তনের অংশ হিসেবে আমরা ধান কাটলাম। সরকারী পরীক্ষা মুলক চাষে এ ধানের ফলন অত্যান্ত ভাল। এ ধান ফিরে পাওয়ায় কৃষকের মুখে হাসির ঝিলিক দেয়া দিয়েছে। পুরনো বালাম ধান ফিরে পেয়ে তারা অনেক খুশি। আমরা কৃষি ও কৃষকের কল্যাণে নিরন্তর কাজ করে যাচ্ছি। এসময় জাজিরার  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তাগন ছাড়াও এসময় সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারি কৃষি অফিসার মোঃ কামরুজ্জামানসহ ইউনিয়নে বিভিন্ন ধরনের কৃষকগন উপস্থিত ছিলেন।