• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জাজিরায় বিনামূল্যে আউশবীজ ও সার বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ জাজিরা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সরকারের প্রনোদনার খরিপ-১ মৌশুমের আউশ ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। ১০ এপ্রিল শনিবার উপজেলা কৃষি অফিসারের প্রশিক্ষণ কেন্দ্র থেকে উপজেলার ১ হাজার ৩শ ৯০ জন কৃষকের মাঝে  বিনামূল্যে জনপ্রতি ৫ কেজি উফশী আউশ ধান বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার  দেযা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান ভুইয়াএর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিষয়বস্তু উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার কৃসিবিদ কৃষিবিদ মোঃ জামাল হোসেন। বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাজিরা পৌরসভা মেয়র মোঃ ইদ্রিস মাদবর, জাজিরা উপজেলা পরিষষের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার আকন। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ বীথি রানী বিশ্বাস, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আব্দুল কুদ্দুস শিকদার, উপসহকারী কৃষি অফিসার এম সাইফুল হকসহ স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ। 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসারমোহাম্মদ আশরাফুজ্জামান ভূইয়া বলেন, করোনার প্রদুরভাবে আমাদের শিল্প,ব্যবসা বানিজ্য হুমকীর মুখে। তাই আপমাদের সদাসয় সরকার আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষিকে গুরুত্ব দিয়ে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের কৃষি আজ সমৃদ্ধির অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। তারই  অংশ হিসেবে সরকার বীনামূল্যে বীজ সার ও প্রনোদনা প্রদান করে চলছেন। এবারও আউশ ধান বীজ এবং সার প্রদান করছে সরকার। এর সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা জাতিয় অগ্রগতিতে অবদান রাখতে পারি।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামার হোসেন তার বক্তব্যে বলেন, বৃষ্টি নির্ভর পরিবেশের ভারসাম্য রক্ষায় উপকারী আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি বান্ধব সরকারের গৃহীত পদক্ষেপে জাজিরা উপজেলায় ১৩৯০ জন কৃষক পাচ্ছেন বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার।