• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জাজিরায় ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৫ আগস্ট ২০১৯  

শরীয়তপুর প্রতিনিধি : “শেখ হাসিনার নির্দেশ,দেশী ফলে ভরবো দেশ”  এ প্রতিপাদ্য নিয়ে জেলার জাজিরা উপজেলায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ  মেলা আজ ২৫ আগষ্ট, রোবার শুরু হয়েছে। জাজিরা উপজেলা উপজেলা প্রশাসন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের  যৌথ উদ্যোগে এ  মেলার আয়োজন করা হয়েছে।
আজ  দুপুরে  জাজিরা উপজেলা চত্বরে  মেলার উদ্বোধন করেন জাজিরা পৌরসভার মেয়র মো: ইউনুস বেপারী। পরে উপজেলা শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা মো: জামাল হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র  দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন জাজিরা জাজিরা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাষ্টার জিএম নুরুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল জব্বার আকন, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, জাজিরা ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও নার্সারী ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। আলোচনা অনুষ্ঠান শেষে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়।
এর আগে, মেলা উপলক্ষে রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সমানে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জাজিরা শিল্পকালা চত্বরে গিয়ে শেষ হয়। জাজিরা উপজেলা চত্বরে অনুষ্ঠিত এ মেলায় ১০ টি নার্সারীসহ ৩০টি স্টল রয়েছে। এ মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।