• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জাতীয় শোক দিবসে ভেদরগঞ্জে বিভিন্ন কর্মসূচী

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৪ আগস্ট ২০১৯  

শরীয়তপুর প্রতিনিধিঃ       

আগামীকাল বৃহস্পতিবার  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি পালনে জাতীয়  কর্মসূচির  সাথে মিল রেখে বিভিন্ন কর্মসূচি  হাতে নিয়েছে ভেদরগঞ্জ  উপজেলা প্রশাসন ।

এবারের জাতীয় শোক দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে- ১৫ আগস্ট সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

বৃহস্পতিবার সকাল ৬টা ৩০ মিনিটে  উপজেলা মুক্তিযোদ্ধা  কম্পেক্সে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ পুলিশ বাহিনীর গার্ড অব অনার প্রদান করা হবে। এছাড়া, ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।

 উপজেলার সকল মসজিদগুলোতে বাদ জোহর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্য ধর্মীয় প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।এছাড়া, জাতীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে শোক যাত্রা, আলোচনা সভা করবে।