• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষ্যে শরীয়তপু‌রে র‍্যালি

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৯  

শরীয়তপুর প্রতি‌নি‌ধিঃ

সারাদেশের ন্যায় শরীয়তপুরেও জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ২২ অক্টোবর  সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে  এ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুনুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনডিসি মাহমুদ আল হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম তাহমিনুল হক, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ও সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফারুক মন্ডলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

র‍্যালীটি শরীয়তপুর শহীদ মিনার থেকে প্রধান প্রধান সড়ক অতিক্রম করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে আলোচনা সভার মাধ্যমে সমাপ্ত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি মামুনুল হাসান বলেন, আমাদের সকলের সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে জীবনযাপন করতে হবে। বিশেষ করে যখন আমরা খাদ্য গ্রহণ করি, তখনই হাত সাবান দিয়ে ধুয়ে খাবার খাব। আমরা সকলে এ ব্যাপারে অবশ্যই সচেতন থাকব।