• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাবির সালাম-বরকত হলে মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০১৯  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মুজিব বর্ষের ক্ষণগণনা ও আলোচনা সভা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হল ছাত্রলীগ।

শনিবার রাত ১২টা ১ মিনিটে হলটির কমনরুমে মুজিব বর্ষের ক্ষণগণনার উদ্বোধন করেন প্রাধ্যক্ষ অধ্যাপক আলী আজম তালুকদার। মুজিব বর্ষের ক্ষণগণনার উদ্বোধন শেষে শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা সভা হয়।

আলোচনা সভায় শাখা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নিলাদ্রী শেখর মজুমদার বলেন, মুজিব বর্ষ শুধু বাংলাদেশেই নয়, বরং সারাবিশ্বে উদযাপন করা হবে৷ সেই ধারাবাহিকতায় শহীদ সালাম বরকত হল ছাত্রলীগের এই আয়োজন। বছর জুড়ে আমাদের নানা আয়োজন চলবে। এই আয়োজনে সকলের সতঃস্ফুর্ত অংশগ্রহণ আশা করছি।

 

 

সবাইকেই বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, সারা বাংলাদেশজুড়ে উৎসবের আমেজ শুরু হয়েছে। মুজিব বর্ষের মাধ্যমে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্রে প্রবেশ করবে।'

প্রধান অতিথির বক্তব্যে শহীদ সালাম বরকত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আলী আজম তালুকদার বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে দেশ আজ এগিয়ে যাচ্ছে। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বের কারণে। শেখ হাসিনার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত বইছে বলেই এসব সম্ভব হচ্ছে। এখান থেকেই আমাদের অনেক কিছু শেখার আছে।