• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জা‌জিরায় হতদ‌রিদ্রর ম‌া‌ঝে সরকা‌রি ত্রাণ বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৪ মে ২০২০  

 

শরীয়তপু‌রের জা‌জিরা উপজেলার জা‌জিরা ইউনিয়নে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করা হতদরিদ্র মানুষের মধ্যে সুষ্ঠুভাবে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ করে চলেছেন জা‌জিরা ইউনিয়ন প‌রিষ‌দের (ইউপি) চেয়ারম্যান মাস্টার র‌ফিকুল ইসলাম।

আজ প‌রিষদ চত্ব‌রে ইউনিয়ন পরিষদের মেম্বার ও গ্রাম পুলিশদের মাধ্যমে তালিকা অনুযায়ী ১৬৫টি হতদরিদ্র পরিবারের মা‌ঝে সরকারি মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ১৫ কেজি করে চাল, এক কেজি আলু ও আধা কে‌জি পেঁয়াজ দেন ইউপি চেয়ারম্যান মাস্টার র‌ফিকুল ইসলাম।

সামা‌জিক দুরুত্ব বজায় রে‌খে এ ত্রাণ বিতরণ করা হয়।

ইউপি চেয়ারম্যান মাস্টার র‌ফিকুল ইসলাম বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আমার ইউনিয়নের খেটে খাওয়া হতদরিদ্র মানুষগুলো খুব কষ্টে দিনযাপন করছেন। আমি ইউনিয়ন পরিষদের মেম্বার ও গ্রাম পুলিশদের মাধ্যমে তা‌লিকা অনুযা‌য়ি বিভিন্ন ওয়ার্ডের ১৬৫টি হতদরিদ্র পরিবারকে সরকারি মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ১৫ কেজি করে চাল, এক কেজি আলু ও আধা কে‌জি পেঁয়াজ দিয়েছি। এর আগে আরও ৫২৩টি পরিবারের মধ্যে সুষ্ঠুভাবে ত্রাণ দি‌য়ে‌ছি। এর বাইরেও নিজের ব্যক্তিগত সামর্থ অনুযায়ী আমি হতদরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে চলেছি।

ইউনিয়নবাসীর কাছে দোয়া কামনা করে চেয়ারম্যান মাস্টার র‌ফিকুল ইসলাম বলেন, হতদরিদ্র অসহায় মানুষ‌কে ত্রাণ দিতে আমার সঙ্গে আমার ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী, গ্রাম পুলিশ সদস্য ও মেম্বারগণ নিরলস পরিশ্রম করে চলেছেন। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। যাতে এই দুর্যোগকালীন সময়ে আমরা সুস্থ্য থেকে সঠিকভাবে জনগণের সেবা করতে পারি।