• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জা‌জিরায় ১লাখ মিটার কারেন্ট জাল জব্দকৃত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৯  

শরীয়তপুর প্র‌তি‌নি‌ধিঃ নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ মাছ ধরার দায়ে শরীয়তপুরের জা‌জিরায় ৩৯ জেলেকে আটক ক‌রে‌ছে ভ্রাম্যমাণ আদালত। সোমাবর দুপু‌র দেড়টার দিকে জাজিরা উপজেলা চত্বরে তাদের বি‌ভিন্ন মেয়া‌দে কারাদণ্ড দেন জা‌জিরা উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক।

এর আগে ভোর সা‌ড়ে ৪টা থেকে দুপুর ১২টা  পর্যন্ত উপজেলার জাজিরা পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেন জা‌জিরা উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মো. মাহবুবুল হক,  উপজেলা মৎস্য অফিসার উজ্জল কুমার রয়, উপজেলা মৎস্য অফিস, থানা পুলিশ। অভিযানের সময় জেলেদের আটক করা হয়। এ সময় এক লাখ মিটার কারেন্ট জাল ও ছয় মণ ইলিশ মাছ জব্দ করা হয়।

জা‌জিরা উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ৩৯ জন জেলেকে আটক করা হয় । তা‌দের‌কে বি‌ভিন্ন মেয়া‌দে কারাদন্ড দেয়া হ‌য়ে‌ছে। জেলেদের কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের উপস্থিতিতে জব্দকৃত এক লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হ‌য়ে‌ছে। আর জব্দকৃত ইলিশ মাছগু‌লো বি‌ভিন্ন এতিমখানা ও দুস্ত‌দের মা‌ছে বিতরণ করা হয়।

মা ই‌লিশ রক্ষা‌র্থে চলমান অভিযান সম্প‌র্কে জা‌জিরা উপ‌জেলা নির্বাহী অফিসার মো. জা‌হিদুল ইসলা‌মের কা‌ছে জান‌তে চাই‌লে তি‌নি জানান, জা‌জিরা পদ্মা নদী‌তে দি‌নে ও রা‌তে সার্বক্ষ‌নিক তিন‌টি মোবাইল কোর্ট চলামান র‌য়ে‌ছে। মা ইলিশ রক্ষা‌র্থে সরকা‌রের সিদ্ধা‌নের বাস্তবায়‌নের ল‌ক্ষে আমরা ক‌ঠোর অবস্থা‌নে আছি। এই অ‌ভিয‌া‌নে  শরীয়তপুর-১ আস‌নের সংসদ সদস্য ইকবাল হো‌সেন অপুসহ রাজনৈ‌তিক নের্তৃবৃন্দ আমা‌দের সা‌র্বিক সহ‌যো‌গিতা কর‌ছেন। এর আগে দুপুর সা‌ড়ে ১২টার দি‌কে ন‌ড়িয়া উপ‌জেলায় মা ইলিশ ধরার দা‌য়ে ১০ জে‌লে‌কে আটক ক‌রে কারাদন্ড দেয়া হয়।